জেলা শিক্ষা অফিসারের নেতৃত্বে এক জন সহকারি জেলা শিক্ষা অফিসার এবং সেকেন্ডারী এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম এর আওতায় ১ জন গবেষনা কর্মকর্তা, ৪ জন সহকারী পরিদর্শক, একজন সহকারী প্রোগ্রামার, ০১ জন ডিস্ট্রিক্ট ট্রেনিং কো-অর্ডিনেটর এবং রাজস্ব বাজেটের ৬ জন কর্মচারির সমন্বয়ে অত্র অফিসের কর্যক্রম চলমান আছে। বর্তমানে গুরুত্বপূর্ণ কাজের মধ্যে রয়েছে- মাল্টিমিডিয়া ক্লাসরুম মনিটরিং, শিক্ষা প্রতিষ্ঠান আকস্মিক পরিদর্শন, সকল শিক্ষা প্রতিষ্ঠানে পিবিএম বাস্তবায়ন, সেখ রাসেল ডিজিটাল ল্যাব মনিটরিং, অন-লাইনে আইএমএস ডাটা হালনাগাদকরণ ইত্যাদি। জেলা শিক্ষা অফিসারের নেতৃত্বে ৬ জন কর্মকর্তা কর্তৃক প্রতিনিয়িত শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করা হচ্ছে এবং উধ্র্বতন কর্তৃপক্ষের নিকট রিপোর্ট প্রদান করা হচ্ছে। শিক্ষার মান উন্নয়নের জন্য বিভিন্ন কর্মশালা/ওয়ার্কসপ/সভা/সমাবেশে অংশ গ্রহণ করা হচ্ছে এবং সে মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মাগুরা জেলার শিক্ষার মান উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এবং শৃংখলাপূর্ণ শিক্ষার পরিবেশ বিরাজ করছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS